Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
মোঃ ফরিদুল হক খান দুলাল অডিটোরিয়াম এর শুভ উদ্বোধন
Details

মোঃ ফরিদুল হক খান দুলাল অডিটোরিয়াম এর শুভ উদ্বোধন উপলক্ষে ইসলামপুর, জনাব মোঃ তাজুল ইসলাম, (এমপি, মাননীয় মন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়), জনাব হেলালুদ্দীন আহমদ, (সিনিয়র সচিব, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়), জনাব সেখ মোহাম্মদ মহসিন, (প্রধান প্রকৌশলী, এলজিইডি) মহোদয়গণ। এ সময় মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী এবং ইসলামপুর আসনের মাননীয় এমপি মো: ফরিদুল হক খান দুলাল উপস্থিত ছিলেন। অতিরিক্ত প্রধান প্রকৌশলী, এলজিইডি, ময়মসিংহ বিভাগ, তত্ত্বাধায়ক প্রকৌশলী, এলজিইডি, ময়মসিংহ অঞ্চল , নির্বাহী প্রকৌশলী, এলজিইডি, জামালপুর মহদোয়গণ এবং জেলা প্রশাসন, জামালপুর আগত অতিথিদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন। মাননীয় মন্ত্রী মহোদয় এলজিইডি, জামালপুরের উন্নয়ন কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং অডিটোরিয়ামের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

Images
Attachments
Publish Date
08/01/2022
Archieve Date
31/01/2022